মূল পাতা মুসলিম বিশ্ব আফগানিস্তানে গণতন্ত্র হবে না: তালেবান
রহমতটোয়েন্টিফোর ডেস্ক 19 August, 2021 09:23 AM
আফগানিস্তানে গণতন্ত্র রাখা হবে না বলে জানিয়েছে তালেবান। গোষ্ঠীটির একজন জ্যেষ্ঠ সদস্য এ তথ্য জানিয়েছেন।
বুধবার (১৮ আগস্ট) তালেবানের নীতিনির্ধারণ প্রক্রিয়ায় যুক্ত ওয়াহিদুল্লাহ হাশিমি বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘আফগানিস্তানে কোন ধরনের রাজনৈতিক ব্যবস্থা হবে, তা নিয়ে আমরা আলোচনা করব না। কারণ, এটা পরিষ্কার। এটা হবে শরিয়া আইন এবং এটাই ঠিক।’
তিনি বলেন, আফগানিস্তানের সাবেক বৈমানিক এবং আফগান সশস্ত্র বাহিনীর সদস্যদের নিজ নিজ পদে যোগদানের আহ্বান জানাবে তালেবান।
ওয়াহিদুল্লাহ হাশিমি জানান, তালেবানের সর্বোচ্চ নেতা হাইবাতুল্লাহ আখুনজাদাই দেশের নেতৃত্বে থাকতে পারেন।
/জেআর/