| |
               

মূল পাতা আন্তর্জাতিক এখনো যে ৩ দেশ দূতাবাস রেখেছে কাবুলে


এখনো যে ৩ দেশ দূতাবাস রেখেছে কাবুলে


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     17 August, 2021     02:45 PM    


একে একে দেশগুলো তাদের দূতাবাস কর্মীদের সরিয়ে নিলেও এখনো ৩টি দেশের দূতাবাস রয়ে গেছে কাবুলে। দেশ তিনটি হলো- রাশিয়া, চীন ও পাকিস্তান।

এর আগে রাশিয়া জানায়, তারা তাদের দূতাবাস কর্মীদের একটি অংশকে ফিরিয়ে নিয়ে যাবে। দেশটির রাষ্ট্রদূত দিমিত্রি যিরনভের মঙ্গলবার তালেবান নেতাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে।

চীনের দূতাবাস এ ব্যাপারে কিছু জানায়নি এখনো। তারা কী করতে যাচ্ছে সেটি এখনো পরিষ্কার নয়। তবে দেশটিতে থাকা চীনের নাগরিকদের সতর্ক করে দিয়ে চীন বলছে, তারা যেন নিরাপত্তা পরিস্থিতির ব্যাপারে সতর্ক থাকে।

অন্যদিকে ইন্দোনেশিয়া জানিয়েছে, তারা দেশটিতে ছোট একটি কূটনৈতিক মিশন রাখবে। তবে তারাও দূতাবাস খালি করে ফেলছে।

এদিকে আজ সকালে সর্বশেষ দেশ হিসেবে আফগানিস্তান ছেড়ে গেছে ভারত। দেশটির বিশেষ বিমানে কাবুল দূতাবাস থেকে রাষ্ট্রদূত ও অন্যান্য কর্মীদের সরিয়ে নিয়েছে দেশটি।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি একটি টুইট বার্তায় এ তথ্য জানান।

/জেআর/