| |
               

মূল পাতা আন্তর্জাতিক আফগানিস্তানে কড়া পদক্ষেপ নিন, বাইডেনকে মালালা


আফগানিস্তানে কড়া পদক্ষেপ নিন, বাইডেনকে মালালা


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     17 August, 2021     03:07 PM    


আফগানিস্তানে কড়া পদক্ষেপ নিতে মার্কিন প্রেসিডেন্ট বাইডেনকে অনুরোধ করেছেন পাকিস্তানের আলোচিত-সমালোচিত মানবাধিকার কর্মী মালালা ইউসুফজাই।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে উদ্দেশ্য করে মালালা বলেন, আফগানিস্তানে ‘অনেক কিছু করার আছে’ এবং বর্তমান পরিস্থিতিতে আফগান জনগণকে রক্ষায় অবশ্যই ‘কড়া পদক্ষেপ নিতে হবে’।

বিবিসি নিউজনাইট অনুষ্ঠানে মালালা কর্মী বলেন, ‘আফগানিস্তানে এখন কার্যত মানবিক সংকটের সৃষ্টি হয়েছে এবং আমাদের সেখানে সহায়তা দেওয়া প্রয়োজন।’

নিউজনাইটে মালালা আরও বলেন, ‘আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি নিয়ে আমি গভীরভাবে উদ্বিগ্ন। বিশেষ করে সেখান নারী ও কিশোরী মেয়েদের নিরাপত্তা নিয়ে আমি উদ্বিগ্ন।’

মালালা বলেন, ‘আমি আফগানিস্তানের কয়েকজন মানবাধিকার কর্মীর সঙ্গে কথা বলেছি। নারী অধিকার রক্ষায় কাজ করা কর্মীর সঙ্গেও কথা বলেছি। (তালেবান শাসনের অধীনে) তাদের জীবন কেমন হবে, সেটা তারা আসলে নিশ্চিত নয়।’

এছাড়া এই বিষয়ে তিনি নিজেও কয়েকজন বিশ্ব নেতার সঙ্গে কথা বলার চেষ্টা করছেন বলে জানান মালালা।

/জেআর/