মূল পাতা আন্তর্জাতিক আফগানিস্তানের জার্মান ঘাঁটি এখন তালেবানের হাতে
রহমতটোয়েন্টিফোর ডেস্ক 11 August, 2021 04:52 PM
আফগানিস্তানে স্থাপিত জার্মান ঘাঁটি তালেবান দখল করে নিয়েছে। এর মধ্য দিয়ে আফগানিস্তানে জার্মান সেনা ফেরত আসার সম্ভাবনা ধূলিস্যাৎ হয়ে গেল।
এ বিষয়ে জার্মানির প্রতিরক্ষামন্ত্রী একাধিক টুইট করে জানিয়েছেন, আপাতত জার্মান সেনা ফেরত পাঠানোর প্রশ্ন নেই। তবে যেভাবে অ্যামেরিকার নেতৃত্বে যৌথ বাহিনী আফগানিস্তান থেকে সৈন্য সরিয়ে নিয়েছে, তার সমালোচনা করেন তিনি।
এই পরিস্থিতিতে বিভিন্ন মহলে জল্পনা শুরু হয়েছিল, জার্মানি ফের কুন্দুজে সেনা পাঠাতে পারে। আফগান প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, ‘কুন্দুজসহ গোটা আফগানিস্তান থেকে যে রিপোর্ট আসছে, তা দুঃখজনক। বহু জার্মান সেনা রক্ত দিয়ে কুন্দুজকে রক্ষা করেছিল। আমরা ওখানে অনেক লড়াই করেছি।’
উল্লেখ্য, উত্তর আফগানিস্তান থেকে কাবুল ঢোকার গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক পয়েন্ট কুন্দুজ। এখানেই দীর্ঘ ১০ বছর জার্মান সেনাঘাঁটি ছিল। গত ১০ বছরে জার্মান সেনা এই অঞ্চল নিজেদের সম্পূর্ণ আধিপত্যে রেখেছিল। কুন্দুজ দখল করা মানে কাবুলের পথে অনেকটাই এগিয়ে গেল তালেবান।
/জেআর/