| |
               

মূল পাতা আন্তর্জাতিক প্রতিপক্ষ ইসরাইলি: অলিম্পিক বর্জন করলেন আরেক খেলোয়াড়


প্রতিপক্ষ ইসরাইলি: অলিম্পিক বর্জন করলেন আরেক খেলোয়াড়


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     28 July, 2021     05:01 PM    


আরও একজন খেলোয়াড় নিজের প্রাপ্য বিরাট সম্মান জলাঞ্জলি দিলেন। এই খেলোয়ারের নাম মোহাম্মদ আব্দুর রসুল। গ্রেটেস্ট শো অন আর্থের সম্মান ও গর্বকে পায়ে ঠেলে দিলেন সুদানের এ জুডো খেলোয়াড়। টোকিও অলিম্পিক থেকে নাম কাটিয়ে নিয়েছেন তিনি। কারণ একটাই তাকে খেলতে হবে দখলদার ও অবৈধ ইহুদি রাষ্ট্র ইসরাইলের এক খেলোয়াড়ের সঙ্গে।

তাই দ্বিতীয়বার না ভেবে প্রতিযোগিতা থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন এই সুদানি। এই নিয়ে চলমান অলিম্পিকে দুজন অ্যথলেট ইসরাইলি প্রতিদ্বন্দ্বীকে এড়াতে অলিম্পিকের এই ইভেন্ট থেকে সরে দাঁড়ালেন।

ফিলিস্তিনের ওয়াফা নিউজ এজেন্সি জানিয়েছে, সুদানের খেলোয়াড় আব্দুর রসুল পুরুষদের ৭৩ কেজি ওজন বিভাগে ইসরাইলের প্রতিদ্বন্দ্বী তোহার বুটবুলের বিরুদ্ধে খেলায় অনিচ্ছা প্রকাশ করেন। এর আগে গত বৃহস্পতিবার আলজেরিয়ার জুডো খেলোয়াড় ফেথি নুরাইন ইসরাইলের একই খেলোয়াড়ের বিরুদ্ধে না খেলার সিদ্ধান্ত নেন। এরই মধ্যে নুরাইন আলজেরিয়ায় ফিরে গেছেন। সোমবার সুদানের আব্দুর রসুলের সঙ্গে তার খেলার কথা ছিল।

অলিম্পিকের ইভেন্ট থেকে নিজেকে প্রত্যাহার করে নেয়ার মধ্য দিয়ে নুরাইন ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়েছেন। তিনি বলেছেন, অলিম্পিকে খেলার জন্য নির্বাচিত হতে তাদেরকে কঠোর পরিশ্রম করতে হয়েছে। কিন্তু এই খেলার চেয়ে ফিলিস্তিনি ইস্যুটি তার কাছে অনেক বেশি বড় বিষয় এবং এই সিদ্ধান্ত অপরিবর্তনযোগ্য।

নুরাইনের কোচ আমর বিন ইয়াকলিফও বলেছেন, আমরা এই খেলায় ভাগ্যবান ছিলাম না। দুর্ভাগ্যজনকভাবে আমাদের প্রতিদ্বন্দ্বী পড়েছে ইসরাইলি এবং এ কারণে আমরা নিজেদেরকে প্রত্যাহার করে নিয়েছি। আমরা সঠিক সিদ্ধান্ত নিয়েছি।

২০১৯ সালে টোকিওতে জুডো বিশ্ব চ্যাম্পিয়নশিপেও ইসরাইলের খেলোয়াড় বুটবুলের বিরুদ্ধে তার ম্যাচ পড়েছিল এবং নুরাইন নিজেকে প্রত্যাহার করে নেন। এ ছাড়া, ২০১৬ সালের রিও অলিম্পিকে মিশরীয় খেলোয়াড় ইসলাম আল-শাহাবী ইসরাইলি প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে খেলতে অস্বীকৃতি জানান।
সূত্র : পার্সটুডে

/জেআর/