| |
               

মূল পাতা জাতীয় আইন-আদালত কামরাঙ্গীরচরে সেই মা-মেয়ে হত্যা: দায় স্বীকার স্বামীর


কামরাঙ্গীরচরে সেই মা-মেয়ে হত্যা: দায় স্বীকার স্বামীর


রহমতটোয়েন্টিফোর প্রতিবেদক     26 July, 2021     11:32 PM    


রাজধানীর কামরাঙ্গীরচরে স্ত্রী ও মেয়েকে শ্বাসরোধ করে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন হত্যার স্বীকার স্ত্রী ফুলবাসী রানী দাসের স্বামী মুকুন্দ চন্দ্র দাস।

সোমবার (২৬ জুলাই) ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে আসামিকে হাজির করা হয়। এ সময় আসামি স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হলে মামলার তদন্ত কর্মকর্তা কামরাঙ্গীরচর থানার এসআই জহিরুল ইসলাম তা রেকর্ডের আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে মহানগর হাকিম রাজেশ চৌধুরী তার জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়।

জানা যায়, গত ১০ বছর ধরে এই পরিবার কামরাঙ্গীরচর এলাকায় তারা বসবাস করছে। তাদের গ্রামের বাড়ি কুমিল্লায়। মোহন্দ্র চন্দ্র ভ্যানগাড়িতে করে সবজি বিক্রি করতেন। গত শুক্রবার রাতে স্ত্রী ফুলবাসী রানী দাস ও তার ১১ বছরের মেয়ে সুমী রানী দাসের মুখে কীটনাশক ঢেলে শ্বাসরোধে হত্যা করেন মুকুন্দ্র চন্দ্র দাস। মুকুন্দ্র চন্দ্র দাসও কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করেন। এ ঘটনায় শনিবার রাতে ফুলবাসী রানী দাসের বোন বিশাখাবাসী রানী দাস কামরাঙ্গীরচর থানায় মামলা দায়ের করেন।

/জেআর/