| |
               

মূল পাতা মুসলিম ঐতিহ্য ছবির গল্প: এখনো আছে ছামুদ জাতি ও সালেহ আ.-এর শহর


ছবির গল্প: এখনো আছে ছামুদ জাতি ও সালেহ আ.-এর শহর


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     25 July, 2021     01:02 AM    


কোরআনে এই স্থানের নাম উল্লেখ আছে। এই এলাকায় ছামুদ জাতির বসবাস ছিল, যেখানে হজরত সালেহ (আ.) এর আগমন ঘটেছিল। তার নামানুসারে এই শহরের নাম মাদায়েনে সালেহ বলে মনে করা হয়।

মরুভূমির বুকে গড়ে ওঠা এই বিশাল সাম্রাজ্যের সময়কাল ছিল খ্রিষ্টপূর্ব চতুর্থ শতক থেকে খ্রিষ্টাব্দ প্রথম শতক পর্যন্ত। পরে সেটা রোমের দখলে চলে যায়। হেগরা সৌদি আরবের মদিনা থেকে ৪০০ কিমি. উত্তর-পশ্চিমে এবং জর্ডানের পেত্রা নগরী থেকে ৫০০ কিমি. দক্ষিণ-পূর্ব দিকে অবস্থিত। এটি হেজায পর্বতের পাদদেশের সমতল মালভূমিতে অবস্থিত।

মাদায়েন সালেহ একটি প্রাক-ইসলামিক প্রত্নতাত্ত্বিক এলাকা, যা সৌদি আরবের আল-মদিনার আল-উলা সেক্টরে অবস্থিত। নবটিন রাজ্যের (১ম খ্রিস্টাব্দ শতাব্দী) প্রধান চিহ্ন বহন করছে। এটি তৎকালীন রাজ্যের সর্বদক্ষিণের অঞ্চল নিয়ে গঠিত যা ঐ রাজ্যের রাজধানী ছিল। পেত্রার পর এটি তখনকার দিনে সবচেয়ে বৃহৎ শহর ছিল।

১৯৭২ সাল থেকে এই অঞ্চলটি সরকারিভাবে সংরক্ষণকাজ শুরু হয়। ২০০৮ সালে ইউনেস্কো মাদায়েন সালেহ কে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানে তালিকাভুক্ত করে, যা সৌদি আরবের প্রথম বিশ্ব ঐতিহ্যবাহী স্থান।

/জেআর/