রহমতটোয়েন্টিফোর ডেস্ক 17 July, 2021 03:31 PM
মিয়ানমারে নির্মমতার শিকার রোহিঙ্গাদের ছবি তুলে ২০১৮ সালে পুলিৎজার পুরস্কার পেয়েছিলেন তিনি। করোনার দ্বিতীয় ঢেউয়ে ভারত যখন বিপর্যস্ত, সেই সময় গণশেষকৃত্যের ছবি তুলে বিশ্বজুড়ে প্রশংসিত হয়েছেন। আফগানিস্তানে তালেবানের একের পর এক এলাকা দখলে আবার যখন আলোচনার কেন্দ্রে প্রতিবেশী দেশটি, সেখানে ছবি তুলতে গেলেন তিনি। শুক্রবার পাকিস্তানের সীমান্তবর্তী এলাকায় তালেবান ও আফগান সেনাদের সংঘর্ষের মধ্যে নিহত হন এই আলোকচিত্র সাংবাদিক। রাজনীতি, খেলা বা বাণিজ্য—যেখানে খবর, সেখানেই ক্যামেরা হাতে ছুটে গিয়েছেন ভারতে রয়টার্সের প্রধান আলোকচিত্র সাংবাদিক দানিশ সিদ্দিকি।
প্রচ্ছদের ছবিটি রোহিঙ্গাদের নিয়ে বিশ্বজুড়ে আলোচিত একটি ছবি। মিয়ানমার সেনাবাহিনীর দমনপীড়নের মুখে রাখাইন থেকে পালিয়ে ২০১৭ সালের ১১ সেপ্টেম্বর নৌকায় করে বাংলাদেশে আসেন এই রোহিঙ্গারা। শাহপরীর দ্বীপে সৈকতে হাত রেখে বসে পড়া এই রোহিঙ্গা নারীর ছবি তুলেছিলেন দানিশ সিদ্দিকি।
/জেআর/