| |
               

মূল পাতা করোনাভাইরাস ঈদের পর ১৪ দিন লকডাউন কঠোর হবে : জনপ্রশাসন প্রতিমন্ত্রী


ঈদের পর ১৪ দিন লকডাউন কঠোর হবে : জনপ্রশাসন প্রতিমন্ত্রী


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     17 July, 2021     02:58 PM    


ঈদের পর ১৪ দিনের সর্বাত্মক লকডাউন কঠোর হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। তিনি বলেন, ঈদুল আজহার ছুটির পর ২৩ জুলাই থেকে ১৪ দিনের জন্য করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সারাদেশে কঠোর লকডাউন চালু করা হবে।

শনিবার (১৭ জুলাই) বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-৬ এর '৯৬তম ব্যাচের সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের এই কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী জানান, ১৪ দিনের এই লকডাউনে সরকারি, বেসরকারি অফিসসহ গার্মেন্টস ও অন্য সব ধরনের শিল্পপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।

প্রসঙ্গত, এর আগে,  ১৪ জুলাই দিবাগত রাত ১২টা থেকে ২৩ জুলাই সকাল ৬টা পর্যন্ত সব বিধিনিষেধ শিথিল করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। এ সময় ২৩ জুলাই থেকে ৫ আগস্ট চৌদ্দ দিনের কঠোর লকডাউনের ঘোষণা দেওয়া হয়। ১ জুলাই থেকে দুদফা বাড়িয়ে দু সপ্তাহের কঠোর লকডাউন পালন করা হয়। এ সময় অকারণে বাইরে বের হওয়ায় সারাদেশে ৩০ হাজারের বেশি মানুষকে গ্রেফতার করা হয়।

/জেআর/