রহমতটোয়েন্টিফোর ডেস্ক 17 July, 2021 02:39 PM
বাংলাসহ মোট ১০টি ভাষায় এবার হজের নির্দেশনা প্রদান করা হবে। বাংলা ছাড়াও বাকি ভাষাগুলো হলো- আরবি, ইংরেজি, ফরাসি, তুর্কি, উর্দু, হিন্দি, হাউসা, ইন্দোনেশিয়ান ও আমহারিক। এবার হজে এই ভাষাগুলোর মাধ্যমে হাজিদের প্রশ্নের উত্তর ও হজের নির্দেশনা দেওয়া হবে।
সৌদি আরবের ইসলাম বিষয়ক মন্ত্রণালয়ের বরাত দিয়ে আরব নিউজের খবরে এই তথ্য জানানো হয়।
খবরে বলা হয়, এই বছর হজ পালনের নির্দেশনায় এক শ' ৩৫ আলেম ও ইমামকে নিযুক্ত করেছে মন্ত্রণালয়। মোট ১০ ভাষায় হাজীদের হজ বিষয়ক যে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার দায়িত্বে থাকবেন তারা।
করোনা মহামারির কারণে এবারও সৌদি আরবের বাইরে থেকে কেউ হজে অংশ নিতে পারছেন না। দেশটির নাগরিক ও বিদেশি বাসিন্দাদের মধ্য থেকে মাত্র ৬০ হাজার মানুষ এবার হজব্রত পালনের অনুমতি পেয়েছেন।
/জেআর/