| |
               

মূল পাতা আন্তর্জাতিক ফিলিস্তিনিদের আহ্বানে সাড়া দিয়ে ইসরাইল সফরে বার্সোলোনা-মেসিদের ‘না’


ফিলিস্তিনিদের আহ্বানে সাড়া দিয়ে ইসরাইল সফরে বার্সোলোনা-মেসিদের ‘না’


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     17 July, 2021     03:23 AM    


বিশ্ববিখ্যাত ফুটবল ক্লাব বার্সোলোনা। এ ক্লাবকে প্রীতি ম্যাচ খেলতে চিঠি দিয়েছিল অবৈধ ইহুদি রাষ্ট্র ইসরাইলের শীর্ষ ফুটবল ক্লাব বেইতার জেরুজালেম। তাদের চিঠি পেয়ে সম্মতও হয় ক্লাবটি। পরে ফিলিস্তিনিরা ইসরাইলকে বয়কটের আহ্বান জানালে মেসিরা সে আহ্বানে সাড়া দিয়ে ইসরাইলকে পরিষ্কার ভাষায় ‘না’ বলে দেয়। খবর আল-জাজিরার।

জানা গেছে, সবকিছু ঠিক থাকলে জেরুজালেমের টেডি স্টেডিয়ামে আগামী ৪ আগস্ট ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে এসে নিজেদের সিদ্ধান্তে পরিবর্তন এনেছে লিওনেল মেসির দল। কারণ ইসরাইলের ওই ক্লাবকে বর্ণবাদী বলে মনে করেছেন মেসিরা। অধিকৃত জেরুজালেমে কোনো ম্যাচ খেলতে বার্সেলোনা রাজি নয় বলে ঘোষণা দিয়েছে।

এ ঘটনায় বেজায় চটেছেন ইহুদিবাদী ক্লাব বাইতার জেরুজালেমের মালিক মোসি হোগেস। ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘আগামী ৪ আগস্টের পরিকল্পিত ম্যাচটি বাতিল করতে বাধ্য হয়েছি। জেরুজালেমকে আমরা বয়কট করতে পারব না। যদি আপনি বাইতার জেরুজালেমের বিপক্ষে খেলতে চান, তবে তা জেরুজালেমেই হতে হবে। আমি একজন গর্বিত ইহুদি ও ইসরাইলি। আমি জেরুজালেমের সঙ্গে কোনো বিশ্বাসঘাতকতা করতে পারব না।’

এর আগে, চলতি মাসের শুরুতে জেরুজালেমে পরিকল্পিত ফুটবল ম্যাচ আয়োজনের প্রতিবাদ জানিয়ে বার্সেলোনাকে চিঠি দেয় ফিলিস্তিনি ফুটবল অ্যাসোসিয়েশন (পিএফএ)। আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফাকে দেওয়া আরেক চিঠিতে পিএফএ’র প্রধান জিবরিল রাজৌব বলেন, জাতিসংঘের প্রস্তাব অনুসারে জেরুজালেম একটি বিভক্ত শহর। আর সেখানে বর্ণবাদী একটি ক্লাবের বিপক্ষে ফুটবল ম্যাচ খেলার পরিকল্পনা করেছে বার্সেলোনা। কোপা আমেরিকার শিরোপা জয়ের পর পিএফএ-এর আহ্বানে সাড়া দিলো স্প্যানিশ ক্লাবটি।

/জেআর/