| |
               

মূল পাতা জাতীয় অর্থনীতি গরিবের হক কোরবানির পশুর চামড়া এবারও পানির দামে


গরিবের হক কোরবানির পশুর চামড়া এবারও পানির দামে


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     15 July, 2021     04:04 PM    


এবারও কোরবানির পশুর চামড়া বিক্রি করতে হবে পানির দামে। কোরবানির পশুর চামড়ার সম্পূর্ণ হক গরিব, অসহায় ও এতিমদের। অথচ এই গরিবের হক কীভাবে কমানো যায় প্রতিবছর কোরবানির আগে সে চেষ্টাই করা হয় বলে অভিযোগ উঠেছে। তবে এবার গত বছরের তুলনায় দাম সামান্য বাড়ানো হয়েছে।

ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর চামড়ার নির্ধারণ করেছে সরকার। এবার লবণজাত প্রতি বর্গফুট গরুর চামড়ার দাম ঢাকায় ৪০ থেকে ৪৫ টাকা। ঢাকার বাইরে ৩৩ থেকে ৩৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জুলাই) দুপুরে এক ভার্চুয়াল মিটিং শেষে এ দাম ঘোষণা করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

বাণিজ্যমন্ত্রী জানান, ঢাকায় লবণযুক্ত গরুর চামড়ার দাম প্রতি বর্গফুট ৪০ থেকে ৪৫ টাকা। গত বছর ছিল ৩৫ থেকে ৪০ টাকা। এ দিকে একই চামড়া ঢাকার বাইরে প্রতি বর্গফুট ৩৩ থেকে ৩৭ টাকা নির্ধারণ করা হয়েছে; গত বছর যা ছিল ২৮ থেকে ৩২ টাকা।

এ ছাড়া সারাদেশে খাসির চামড়া প্রতি বর্গফুট ১৫ থেকে ১৭ টাকা। গত ছিল ১৩ থেকে ১৫ টাকা। পাশাপাশি প্রতি বর্গফুট বকরির চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে ১২ থেকে ১৪ টাকা। যা গত বছর ছিল ১০ থেকে ১২ টাকা। সবক্ষেত্রেই দাম বাড়ানো হয়েছে।

মন্ত্রী বলেন, ‘গতবছর এক্সপোর্ট ট্রেডটা ভালোই হয়েছে। সবদিকে প্ল্যান করেই আগাতে হবে। সবার একটাই ইচ্ছা যেন চামড়ার ন্যায্য মূল্য পায়। আমরা ওয়েট-ব্লু চামড়া রফতানির অনুমতি দিয়েছি, এটি খুব একটা স্বস্তির নয়। যেহেতু দেশে দাম পাওয়া যাচ্ছে না তাই রফতানির অনুমতি দিয়েছি। এটা স্থায়ী হোক সেটা আমি চাই না। এবার সব পক্ষকে সাথে নিয়ে চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে।’

/জেআর/