| |
               

মূল পাতা আন্তর্জাতিক ছয় মাসে ৪২১ ফিলিস্তিনি বসতবাড়ি দখল করেছে ইসরায়েল : জাতিসংঘ


ছয় মাসে ৪২১ ফিলিস্তিনি বসতবাড়ি দখল করেছে ইসরায়েল : জাতিসংঘ


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     11 July, 2021     02:33 PM    


গেল ছয় মাসে ৪২১টি ফিলিস্তিনি বসতবাড়ি দখল করেছে অবৈধ ইহুদি রাষ্ট্র ইসরায়েল। এ তথ্য জানিয়েছে জাতিসংঘ। প্রতিবেদনে জাতিসংঘ জানায়, এই সময়ে ৫৯২ জন ফিলিস্তিনি তার আবাসস্থল হারিয়েছেন। এর মধ্যে অন্তত ৩২০ জন শিশুও রয়েছে।

মিডল ইস্ট মনিটরের খবরে বলা হয়, পশ্চিম তীরে ফিলিস্তিনি বসতি দখল গত বছরের তুলনায় ২৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে এ বছর। বসতি দখল নিয়ে উত্তেজনাও বাড়ছে দুই পক্ষের মধ্যে।

যুদ্ধবাজ ও আমেরিকার মদদপুষ্ট ইসরায়েল অবৈধভাবে ফিলিস্তিনি ভূখণ্ডে বসতবাড়ি দখল করছে। প্রায়ই আগ্রাসন চালাচ্ছে ফিলিস্তিনে। এর মধ্যে ১১ দিনের যুদ্ধও হয়েছে ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলের। এতে আড়াই শতাধিক ফিলিস্তিনি প্রাণ হারান। বিপরীতে ইসরায়েলে মারা যান ১১-১৫ জন।

/জেআর/