মূল পাতা আন্তর্জাতিক আফগানিস্তান থেকে এবার সব সৈন্য ফিরিয়ে নিলো অস্ট্রেলিয়া
রহমতটোয়েন্টিফোর ডেস্ক 11 July, 2021 02:19 PM
একে একে বিদেশি সেনারা আফগানিস্তান ত্যাগ করছে। ইতালি-জার্মানির এবার পর আফগানিস্তান থেকে নিজেদের সব সেনা প্রত্যাহার করে নিলো অস্ট্রেলিয়া।
রোববার (১১ জুলাই) স্কাই নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন অস্ট্রেলিয়ার প্রতিরক্ষামন্ত্রী পিটার ডাটন।
প্রতিরক্ষামন্ত্রী পিটার ডাটন বলেন, আফগানিস্তান থেকে সব সৈন্য প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এর মানে আমরা যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের কোনো অংশ হতে চাই না, তা নয়। বরং আমরা মনে করি এটা আমাদের জাতীয় স্বার্থের বা আমাদের মিত্র দেশগুলোর স্বার্থের একটি অংশ।’
তিনি বলেন, ‘আপাতত এ সামরিক অভিযানের অবসান ঘোষণা করা হচ্ছে।’
উল্লেখ্য, আফগানিস্তানে যুক্তরাষ্ট্র ও ন্যাটোর নেতৃত্বে অভিযানের অংশ হিসেবে গত ২০ বছরে অস্ট্রেলিয়া ৩৯ হাজার সৈন্য মোতায়েন করেছিল। আর এ মিশনে অস্ট্রেলিয়ার কয়েক বিলিয়ন ডলার ব্যয় হয়। এ সময়ে দেশটির ৪১ জন সৈন্য প্রাণ হারিয়েছে।
/জেআর/