| |
               

মূল পাতা ইসলাম আরও যে ৭ ধরনের মৃত্যু শহীদের


আরও যে ৭ ধরনের মৃত্যু শহীদের


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     09 July, 2021     04:28 AM    


আল্লাহর পথে জিহাদ করে শাহাদাতবরণকারীকে শহীদ বলা হয়। এ ছাড়াও আরও ৭ ধরনের মৃত্যুকে শহীদের মৃত্যুর মর্যাদা দেওয়া হয়েছে।

হজরত জাবের বিন আতিক (রা.) থেকে বর্ণিত- এক হাদিসে রাসুল (সা.) সাহাবীদের প্রশ্ন করলেন, তোমরা শহীদি মৃত্যু বলতে কী বোঝ? তারা বললেন, ‘আল্লাহর পথে যুদ্ধ করে নিহত হওয়াকেই আমরা শাহাদাত মনে করি।’

রাসুল (সা.) বললেন, ‘আল্লাহর পথে নিহত হওয়া ছাড়াও সাত ধরনের শহীদি মৃত্যু রয়েছে- ১. প্লেগ-মহামারিতে যে মারা যায় সে শহীদ। ২. পানিতে ডুবে যে মারা যায় সে শহীদ। ৩. শয্যাশায়ী অবস্থায় যে মারা যায় সে শহীদ। ৪. পেটের পীড়ায় যে মারা যায় সে শহীদ। ৫. আগুনে পুড়ে যে মারা যায় সে শহীদ। ৬. ভূমি, ভবন বা দেয়াল ধসে যে মারা যায় সে শহীদ। ৭. যে নারী গর্ভধারণে বা প্রসবজনিত কষ্টে মারা যায় সে শহীদ।’ (আবু দাউদ : ৩১১১; নাসায়ি : ১৮৪৬)

/জেআর/