মূল পাতা মুসলিম ঐতিহ্য ছবির গল্প: বোখারার চার মিনার
রহমতটোয়েন্টিফোর ডেস্ক 05 July, 2021 02:05 AM
ইতিহাস-ঐতিহ্যের নগর হিসেবে পরিচিত উজবেকিস্তানের বোখারা নগর। খ্রিস্টপূর্ব পাঁচ শতাব্দীতে নির্মিত মধ্য-এশিয়ার সমৃদ্ধ এই নগর অর্থনীতি ও বাণিজ্যের প্রধান কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত।
ইসলামী সভ্যতা-সংস্কৃতি ও শিক্ষা-গবেষণার প্রাণকেন্দ্র হিসেবেও পৃথিবীব্যাপী সমাদৃত বোখারা নগরী। হাদিসশাস্ত্রের সবচেয়ে গ্রহণযোগ্য ও পরিচিত গ্রন্থ ‘সহিহুল বুখারি’র রচয়িতা ইমাম মুহাম্মাদ বিন ইসমাইল (রহ.), আধুনিক চিকিৎসাবিজ্ঞানের জনক ইবনে সিনা, বিখ্যাত সুফি বাহাউদ্দিন নকশবন্দি (রহ.)-সহ অগণিত আলেম, বিজ্ঞানী ও গবেষকের পদচারণে মুখরিত ছিল বোখারা।
এই বোখারাতেই রয়েছে চার মিনার নামের একটি ঐতিহাসিক মসজিদ। এটি নির্মাণ করেন খলিফা নিয়াজ কুল। তিনি ছিলেন জানিদ রাজবংশের শাসক। মসজিদের নামানুসারে এখানে যথারীতি চারটি মিনার আছে, তবে আযান দেওয়ার জন্য মিনার হিসেবে ব্যবহৃত হয় না কোনোটাই। নীল রঙের কাজ করা মিনারগুলো ইসলামি স্থাপত্যকলার অপূর্ব নিদর্শন। উপরে শোভা পাচ্ছে ইসলামি স্থাপত্যের ঐতিহ্যবাহী চার মিনার মসজিদ।
/জেআর/