মূল পাতা আন্তর্জাতিক ফিলিপাইনে বিমান বিধ্বস্ত হয়ে নিহত ১৭
রহমতটোয়েন্টিফোর ডেস্ক 04 July, 2021 03:37 PM
ফিলিপাইনের সুলু প্রদেশে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ১৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় এখন পর্যন্ত জীবিত উদ্ধার করা হয়েছে ৪০ জনকে। বিমানটিতে কমপক্ষে ৮৫ জন আরোহী ছিলেন।
রোববার (৪ জুলাই) দেশটির সুলু প্রদেশের জোলো দ্বীপে অবতরণের সময় বিমানটি বিধ্বস্ত হলে এ হতাহতের ঘটনা ঘটে।
ফিলিপাইনের সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল কিরিলিতো সোবেজানা জানান, বিমানটিতে কমপক্ষে ৮৫ জন আরোহী ছিলেন এবং ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে অবতরণের সময় বিমানবন্দরের পার্শ্ববর্তী গ্রামে বিধ্বস্ত হয়।
তিনি বলেন, বিধ্বস্ত ওই সামরিক বিমানটি সি-১৩০ মডেলের এবং দুর্ঘটনার পর সেখান থেকে ৪০ জনকে উদ্ধার করা হয়েছে। বিধ্বস্ত বিমানটি সৈন্যদের এক স্থান থেকে অন্য স্থানে পরিবহনের কাজে নিয়োজিত ছিল।
উদ্ধারকৃত সেনাদের হেলিকপ্টারের মাধ্যমে পার্শ্ববর্তী হাসপাতালে নেওয়া হচ্ছে। দুর্ঘটনাস্থলে এখনও উদ্ধার কাজ অব্যাহত। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
রুশ সংবাদমাধ্যম আরটি জানিয়েছে, ১৭ জন নিহত ও ৪০ জন আহতের বাইরে বাকিদের ভাগ্যে কী ঘটেছে তা এখনও জানা যায়নি। দুর্ঘটনাস্থলে উদ্ধার কাজ চলছে।
/জেআর/