| |
               

মূল পাতা মুসলিম বিশ্ব কাশ্মিরে ছয় মাসে নিহত ৫৭ স্বাধীনতাকামী ও ৬৪ ভারতীয় সেনা


কাশ্মিরে ছয় মাসে নিহত ৫৭ স্বাধীনতাকামী ও ৬৪ ভারতীয় সেনা


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     01 July, 2021     02:14 AM    


কাশ্মিরে এ বছরের জানুয়ারি থেকে প্রথম ছয় মাসে ১৮ জন বেসামরিক ব্যক্তিসহ ১৩৯ জন নিহত হয়েছেন। খবর  ইয়েনি সাফাক-এর।

বুধবার (৩০ জুন) এ তথ্য প্রকাশ করেছে  জম্মু ও কাশ্মিরে স্বাধীনতাপন্থী সংগঠনগুলোর মধ্যে সবচেয়ে বড় সংগঠন অল পার্টি হুররিয়াত কনফারেন্স।

প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় সেনারা ২০২টি ঘেরাও ও অনুসন্ধান অভিযান চালিয়েছে এবং বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে ৩০টি। এ সময় ৫৮টি বাড়ি ধ্বংস করা হয়েছে এবং গ্রেফতার করা হয়েছে ৩৫০ জনকে।

এসব অভিযানে ৫৭ জন কাশ্মিরি স্বাধীনতাকামী যোদ্ধা ও ৬৪ জন ভারতীয় সেনা নিহত হন।

মানবাধিকার প্রতিবেদনে বলা হয়েছে, এসব অভিযানে সন্দেহভাজন কাশ্মিরি স্বাধীনতাপন্থীদের সাথে সঙ্ঘাতের সময় কমপক্ষে ৫৮টি বাড়ি ধ্বংস করে ‘দখলদার’ ভারতীয় সেনারা।

২০২১ সালের জানুয়ারি মাসের ১ তারিখ থেকে জুন মাসের ৩০ তারিখ পর্যন্ত ৪০ বার ইন্টারনেট বন্ধ রাখা হয়। এ সময় ভারতীয় সেনাবাহিনী ৩৫০ জনকে আটক করেছে এবং তাদের দেশটির বিভিন্ন জেলে বন্ধী করে রাখা হয়েছে বলে ওই মানবাধিকার প্রতিবেদনে বলা হয়েছে।

উল্লেখ্য, বছরে দুবার এ প্রতিবেদন প্রকাশ করা হয়।

/জেআর/