মূল পাতা মুসলিম বিশ্ব সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে রকেট হামলা
রহমতটোয়েন্টিফোর ডেস্ক 29 June, 2021 12:12 AM
সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে রকেট হামলা হয়েছে। ঘটনাটি ঘটেছে সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর আজ-জোর প্রদেশে। খবর সিএনএন ও রয়টার্স-এর।
সোমবার (২৮ জুন) রাতে মার্কিন সেনাঘাঁটিতে এ রকেট হামলার ঘটনা ঘটে। ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে ইরাকের যোদ্ধারা মার্কিন বাহিনীর বিরুদ্ধে পাল্টা হামলা চালিয়ে জবাব দিলো।
এর আগে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নির্দেশ দেন, ইরাক-সিরিয়া সীমান্তবর্তী এলাকায় ইরাকি প্রতিরোধ যোদ্ধাদের অবস্থানে বিমান চালাতে। এর পরই ইরাকি যোদ্ধারা মার্কিন বাহিনীর বিরুদ্ধে নিজেদের অবস্থান জানান দিলেন।
ইরাকি প্রধানমন্ত্রী মুস্তফা আল-কাজেমি মার্কিন বিমান হামলাকে ইরাকের সার্বভৌমত্বের সুস্পষ্ট লঙ্ঘন বলে এর নিন্দা জানিয়েছেন।
সিরিয়ায় মোতায়েন মার্কিন সন্ত্রাসী সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল ওয়াইন মরোট্টো জানিয়েছেন, সোমবার স্থানীয় সময় রাত পৌনে ৮টায় সিরিয়ায় মোতায়েন মার্কিন বাহিনীর ওপর কয়েক দফা রকেট হামলা হয়। তবে এতে কেউ হতাহত হয়নি।
প্রসঙ্গত, সিরিয়া সরকারের অনুমতি বা জাতিসংঘের অনুমোদন ছাড়াই দেশটিতে অবৈধভাবে মার্কিন সেনা মোতায়েন রয়েছে। অন্যদিকে ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার করার জন্য ইরাকি পার্লামেন্টে আইন পাস হওয়া সত্ত্বেও জোর করে দেশটিতে সেনা মোতায়েন করে রেখেছে আমেরিকা।
/জেআর/