মূল পাতা মুসলিম বিশ্ব এবার আফগানিস্তান-তাজিকিস্তান সীমান্ত দখলে নিলো তালেবান
রহমতটোয়েন্টিফোর ডেস্ক 22 June, 2021 08:57 PM
একের পর এক জেলা দখলের পর তালেবান এবার দখলে নিলো আফগানিস্তান-তাজিকিস্তানের সীমান্ত এলাকা। বলা হচ্ছে, এটিই এখন পর্যন্ত সাম্প্রতিককালে তালেবানের সবচেয়ে বড় অর্জন। খবর এএফপির।
মঙ্গলবার (২২ জুন) দেশটির সরকারি কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।
আফগানিস্তানের কুনদুজের প্রাদেশিক কাউন্সিল সদস্য খালিদিন হাকমি বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে আজ সকালে এক ঘণ্টার লড়াইয়ের পর তালেবান শির খান বন্দর, শহর ও তাজিকিস্তান সীমান্তের সকল চেকপোস্ট দখল করে নিয়েছে।’
এক সেনা কর্মকর্তা এএফপিকে বলেন, ‘আমরা সব চেকপোস্ট ত্যাগ করতে বাধ্য হই… এবং আমাদের কিছু সেনাসদস্য সীমান্ত পার হয়ে তাজিকিস্তানে পালিয়ে গেছে।’ তিনি আরও বলেন, ‘সকালে তারা (তালেবান যোদ্ধা) সেখানে সব জায়গায় ছিল, শত শত।’
তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদও সীমান্ত দখলের ঘটনা নিশ্চিত করেছেন। এএফপিকে তিনি বলেন, ‘কুনদুজে আমাদের মুজাহিদিনরা শির খান বন্দর ও তাজিকিস্তিনারের সঙ্গে সব সীমান্তের নিয়ন্ত্রণ নিয়েছেন।’
আরেক কাউন্সিল সদস্য আমরুদ্দিন ওয়ালি জানান, সোমবার রাতে কর্মকর্তারা ওই এলাকার সঙ্গে ‘যোগাযোগ হারিয়ে ফেলেন’।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, তাজিকিস্তানের সঙ্গে আফগানিস্তানের প্রধান সীমান্ত শির খান বন্দর দখল করে নিয়েছে তালেবান যোদ্ধারা। এ ঘটনার পর সেখানকার নিরাপত্তা বাহিনী তাদের চেকপোস্টগুলো ত্যাগ করে এবং কেউ কেউ সীমান্ত পেরিয়ে পালিয়ে যায়।
উল্লেখ্য, আফগানিস্তানের উত্তরে কুনদুজ শহর থেকে ৫০ কিলোমিটার দূরে শির খান বন্দরটি অবস্থিত। গত মে মাসে মার্কিন বাহিনী প্রত্যাহার শুরু হওয়ার পর থেকে এটিই দেশটিতে তালেবানের সবচেয়ে বড় অর্জন।
/জেআর/