মূল পাতা মুসলিম বিশ্ব ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক নয় : ইন্দোনেশিয়া
রহমতটোয়েন্টিফোর ডেস্ক 22 June, 2021 02:38 PM
ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক নয় বলে সাফ জানিয়ে দিয়েছে ইন্দোনেশিয়া। দেশটি বলছে, ইসরাইলের নতুন সরকারের সঙ্গে কোনো ধরনের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পরিকল্পনা নেই।
সোমবার (২১ জুন) জাকার্তায় এক সরকারি বিবৃতিতে এ ঘোষণা দেওয়া হয়।
এর আগে, সিঙ্গাপুরে নিযুক্ত ইসরাইলের রাষ্ট্রদূত সাগি কর্ণি বলেছিলেন, আমরা কথা বলতে ও সাক্ষাৎ করতে আগ্রহী এবং সম্পর্ক তৈরির দরজা সব সময় উন্মুক্ত। আমি মনে করি না, আমাদের খুঁজে পাওয়া কঠিন। তেল আবিব দক্ষিণ-পূর্ব এশিয়ায় সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশগুলোর সঙ্গে কাজ করতে চায়।
এ বক্তব্যের পরিপ্রেক্ষিতে ইন্দোনেশিয়া কখনোই ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করবে না বলে পরিষ্কার জানিয়ে দিয়েছে।
/জেআর/