মূল পাতা মুসলিম বিশ্ব শিগগির আল-আকসা স্বাধীন করব : হামাস
রহমতটোয়েন্টিফোর ডেস্ক 21 June, 2021 11:29 AM
ফিলিস্তিনের সবাইকে নিয়ে শিগগিরই আল-আকসা স্বাধীন করা হবে বলে ঘোষণা দিয়েছে ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাস।
ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন এবং জেরুজালেম আল-কুদসের প্রতি সমর্থন জানিয়ে আয়োজিত সম্মেলনে দেওয়া বক্তৃতায় অবরুদ্ধ গাজা উপত্যকার হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার এসব কথা বলেন।
ইয়াহিয়া সিনওয়ার বলেন, ফিলিস্তিন সব সংগঠনের অংশগ্রহণে পবিত্র আল-আকসা মসজিদ শিগগির ইহুদিবাদী ইসরাইলের দখলদারিত্ব থেকে মুক্ত হবে। তিনি বলেন, জেরুজালেম আল-কুদসকে নিয়ে যে লড়াই তাতে ফিলিস্তিনের সব গোষ্ঠী বা সংগঠন বিজয়ী হবে। হামাস নেতা সিনওয়ার বলেন, ফিলিস্তিনের জনগণ পবিত্র আল-আকসা মসজিদ স্বাধীন ও সেখানে শান্তিতে নামাজ আদায় করবেন।
সিনওয়ার বলেন, আমি নিশ্চিত- আপনারা যারা বৃদ্ধ বয়সে পৌঁছেছেন তারা মহান উত্থানের দিন কালাশনিকভ হাতে তুলে নিতে তরুণদের মতো উজ্জীবিত বোধ করবেন।
উল্লেখ্য, ফিলিস্তিন ভূখণ্ডে হামাসের রাজনৈতিক ও সামরিক শাখায় ইয়াহিয়া সিনওয়ার একজন প্রভাবশালী নেতা ও যোদ্ধা। তিনি দুই দশকের বেশি সময় ইসরায়েলের কারাগারে বন্দী জীবন কাটিয়েছেন। ২০১১ সালে মুক্ত হন তিনি। তাঁর বিরুদ্ধে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি গুপ্তচর হত্যাসহ কয়েকটি অভিযোগ ছিল। ইসরায়েলের সঙ্গে সহাবস্থানের নীতির ঘোর বিরোধী ইয়াহিয়া সিনওয়ার।
/জেআর/