| |
               

মূল পাতা জীবনযাপন প্রতিদিন ডিম খাওয়া কি স্বাস্থ্যের জন্য ভালো?


প্রতিদিন ডিম খাওয়া কি স্বাস্থ্যের জন্য ভালো?


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     20 June, 2021     11:39 AM    


প্রতিদিন একটা সিদ্ধ ডিম খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো। ডিমের কুসুম, অপেক্ষাকৃত হলুদ অংশ। ডিমের সাদা অংশে অ্যালবুমিন থাকে কিন্তু এটা অতটা উপকারী নয়। কুসুমে অনেক উপকার আছে।

সমগ্র ডিমের ৩৪% অংশ হলো কুসুম। ডিমের বেশির ভাগ স্নেহ পদার্থ হল কুসুমে। কিছুটা প্রোটিনও আছে। একটি বড় ডিমের কুসুমে মোটামুটি ৫০ ক্যালোরি থাকে।

ডিমের সাদা অংশ ছাড়া ডিমের কুসুমে ভিটামিন B6, B12, ফলিক অ্যাসিড, pantothenic acid এবং থিয়ামিন (thiamin) একটি সম্পূর্ণ ডিমে ভিটামিন A, D, E এবং K কুসুমেই থাকে।

সূত্র : quora.com

/জেআর/