| |
               

মূল পাতা ইসলাম পাগলা মসজিদের দানবাক্সে এবার ২ কোটি ৩৪ লাখ টাকা


পাগলা মসজিদের দানবাক্সে এবার ২ কোটি ৩৪ লাখ টাকা


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     19 June, 2021     12:20 AM    


প্রতিবারই পাগলা মসজিদের দানবাক্সে লাখ লাখ টাকা পাওয়া যায়। স্বর্ণালঙ্কারও পাওয়া যায়। মানুষজন দেদারছে দান করেন এই মসজিদটির বাক্সে। এবার গণনা করে পাওয়া গেল ২ কোটি ৩৪ লাখ ৯৩ হাজার ৭৭৯ টাকা।

শনিবার (১৯ জুন) বিকেলে গণনা শেষে এই টাকার হিসাব পাওয়া যায়। এই নগদ টাকা ছাড়াও দান হিসেবে বিভিন্ন বৈদেশিক মুদ্রা এবং হীরা ও সোনার বেশ কিছু অলংকার পাওয়া গেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ৪ মাস ২৬ দিন পর আজ পাগলা মসজিদের ৮টি সিন্দুক খুলে এ বিপুল পরিমাণ অর্থ ও মূল্যবান সামগ্রী পাওয়া গেছে। এর আগে সর্বশেষ গত ২৩ জানুয়ারি দানসিন্দুক খোলা হয়েছিল। তখন সর্বোচ্চ ২ কোটি ৩৮ লাখ ৫৫ হাজার ৫৪৫ টাকা পাওয়া গিয়েছিল।

উল্লেখ্য, মানুষের মধ্যে এই মসজিদের ব্যাপারে নানা রকম ধারণা প্রতিষ্ঠিত। তারা মনে করেন, খাস নিয়তে এই মসজিদে দান করলে মনোবাঞ্ছা পূর্ণ হয়। সে জন্য জাতি-ধর্ম-বর্ণনির্বিশেষে দূরদূরান্ত থেকে অসংখ্য মানুষ পাগলা মসজিদে দান করতে আসেন।

/জেআর/