মূল পাতা মুসলিম বিশ্ব ইরানের নতুন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি
রহমতটোয়েন্টিফোর ডেস্ক 19 June, 2021 12:08 AM
ইরানের নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন ইব্রাহিম রাইসি। তিনি ইরানের রক্ষণশীল বিচারবিভাগের সাবেক প্রধান বিচারপতি।
শনিবার (১৯ জুন) ইব্রাহিম রাইসি ৬১ দশমিক ৯৫ শতাংশ ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বলে নিশ্চিত করেছে ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তিনি ইরানের অষ্টম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। এর আগে, গতকাল শুক্রবার নির্বাচন অনুষ্ঠিত হয়।
প্রসঙ্গত, এবারের নির্বাচনে ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর ইরানে সবচেয়ে কম ভোট পড়েছে। মাত্র ৪৮ দশমিক ৮ শতাংশ ভোট পড়েছে। ইব্রাহিম রাইসি মোট ২ কোটি ৮৯ লাখ ৩৩ হাজার ৪ ভোট পেয়েছেন। মন্ত্রণালয় বলছে, শুক্রবারের নির্বাচনে ৩৭ লাখ ২৬ হাজার ৮৭০টি ভোট বাতিল হয়েছে; যা ইসলামি প্রজাতন্ত্র প্রতিষ্ঠার পর দ্বিতীয় সর্বোচ্চ।
রাইসির পর দ্বিতীয় সর্বোচ্চ ৩৪ লাখ ১২ হাজার ৭১২ ভোট পেয়েছেন ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সাবেক কমান্ডার মোহসেন রেজাই। তৃতীয় স্থানে থাকা মধ্যপন্থী আব্দুল নাসের হেমাতি ২৪ লাখ ৭ হাজার ২০১ ভোট পেয়েছেন। এছাড়া রক্ষণশীল প্রার্থী আমির হোসেইন গজিজাদেহ হাশেমী পেয়েছেন ৯ লাখ ৯৯ হাজার ৭১৮ ভোট।
/জেআর/