রহমতটোয়েন্টিফোর ডেস্ক 16 June, 2021 03:12 PM
আবু ত্ব-হার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেন, তিন সঙ্গীসহ নিখোঁজ ধর্মীয় বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনানের বিষয়টি সরকার গুরুত্ব দিয়ে দেখছে।
বুধবার (১৬ জুন) সকালে গাজীপুরের সফিপুর আনসার ভিডিপি একাডেমিতে ২১তম ব্যাচ (পুরুষ) নবীন ব্যাটালিয়ন আনসারদের ৬ মাসের মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি।
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘রিসোর্ট হোক আর বার হোক, যেখানে আইন ভঙ্গ হবে, সেখানেই আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নিচ্ছে এবং নেবে।’
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার থেকে আলোচিত ইসলামী বক্তা মো. আফছানুল আদনান (যিনি আবু ত্ব-হা মোহাম্মদ আদনান নামে পরিচিত) নিখোঁজ। জানা যায়, রংপুর থেকে ঢাকায় আসার পথে তার সঙ্গে গাড়ির চালকসহ অপর দুই সঙ্গীর হদিস মিলছে না। বিষয়টি নিয়ে গত কয়েক দিন ধরে গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার পর মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী।
/জেআর/