মূল পাতা আন্তর্জাতিক যুদ্ধবিরতির মধ্যেই গাজায় আবারও ইসরায়েলের বিমান হামলা
রহমতটোয়েন্টিফোর ডেস্ক 16 June, 2021 04:06 PM
নেতানিয়াহু বিদায় নেওয়ার পরপরই নতুন সরকার এসে গাজায় বিমান হামলা চালিয়েছে। জানা গেছে, দেশটির ডিফেন্স ফোর্স (আইডিএফ) দাবি করছে, গাজা উপত্যকা থেকে আগ্নেয় বেলুন পাঠানোর জবাব হিসেবে তারা এই হামলা চালিয়েছে।
বুধবার (১৬ জুন) জার উপত্যকার বাসিন্দারা জানান, ভোরে বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে।
এ ব্যাপারে ইসরায়েলের দমকল বাহিনী জানিয়েছে, মঙ্গলবার সকালে ইসরায়েলের উদ্দেশ্যে গাজা থেকে একাধিক আগ্নেয় বেলুন ছোড়া হয়। এর ফলে শহরে একাধিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানায় সংস্থাটি। মূলত এর জবাবে গাজায় বিমান হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে দেশটির দমকল বাহিনী।
এর আগে ১১ দিনের রক্তক্ষয়ী সংঘর্ষের পর গত ২১শে মে মিসরের মধ্যস্থতায় ইসরায়েল-গাজার মধ্যে যুদ্ধবিরতি হয়। ইসরাইল বরাবরই চুক্তির ব্যাপারে অন্যায় আচরণ করে থাকে। এবারও উগ্র ইহুদিদের পতাকা মিছিল ও পদযাত্রার অনুমতি দিয়ে নতুন করে উসকানি দিচ্ছে অবৈধ ইহুদি রাষ্ট্রটি।
/জেআর/