| |
               

মূল পাতা উপমহাদেশ বাংলাদেশসহ যে ২৬ দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে পাকিস্তান


বাংলাদেশসহ যে ২৬ দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে পাকিস্তান


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     13 June, 2021     03:54 PM    


করোনাভাইরাসের সংক্রমণ রোধে বাংলাদেশসহ মোট ২৬টি দেশের নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে পাকিস্তান। খবর পাকিস্তানের ইংরেজি দৈনিক ডন-এর।

শনিবার (১২ জুন) দেশটির ন্যাশনাল কমান্ড অ্যান্ড অপারেশন সেন্টার (এনসিওসি) এই নিষেধাজ্ঞা আরোপ করেছে।

যে ২৬ দেশের নাগরিকদের পাকিস্তান ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে সেই দেশগুলো হলো— বাংলাদেশ, ভারত, ইরান, ভুটান, ইন্দোনেশিয়া, ইরাক, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা, ফিলিপাইন, আর্জেন্টিনা, ব্রাজিল, মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, তিউনিসিয়া, বলিভিয়া, চিলি, কলম্বিয়া, কোস্টারিকা, ডোমিনিকান প্রজাতন্ত্র, ইকুয়েডর, নামিবিয়া, প্যারাগুয়ে, পেরু, ত্রিনিদাদ, টোবাগো ও উরুগুয়ে।

প্রসঙ্গত, গেল ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে আরও ৫৭ জন মারা গেছেন। এ নিয়ে দেশটিতে করোনায় মোট মৃত্যু ২১ হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী এই ভাইরাসে দেশটিতে আক্রান্ত হয়েছেন এক হাজার ১৯৪ জন। এর ফলে দেশটিতে করোনায় আক্রান্ত ৯ লাখ ৪১ হাজার ১৭০ জনে পৌঁছেছে।

/জেআর/