| |
               

মূল পাতা সোশ্যাল মিডিয়া বাংলা লিখলে ইংরেজি হবে, এমন কোনও অ্যাপ আছে কি?


বাংলা লিখলে ইংরেজি হবে, এমন কোনও অ্যাপ আছে কি?


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     13 June, 2021     01:10 PM    


হ্যাঁ, বাংলা লিখলে ইংরেজি হবে এবং মুখে বললেও ইংরেজিতে ট্রান্সলেট হয়ে যাবে- এমন অ্যাপ আছে। এর জন্য আপনাকে গুগলের একটি অ্যাপ ডাউনলোড করতে হবে। অ্যাপটির নাম Google translate.

আপনি এই অ্যাপটি ইনস্টল করার পর, অ্যাপটি আপনার গুগল কিবোর্ডের সঙ্গে কানেক্ট হয়ে যাবে। আপনি কিবোর্ডে একটি ট্রান্সলেট অপশন পাবেন। অপশনটিতে ক্লিক করলেই বাংলা লিখলে ইংরেজি হয়ে যাবে এবং ইংরেজি লিখলে বাংলা হবে।

অ্যাপটি ইউজ করে এটি থেকে যেকোনো স্কিনশট, বইয়ের লেখা, স্ক্যান করে ট্রান্সলেট করতে পারবেন। এবং টাইপ করে বা মুখে বলে কপি-পেস্ট করে ট্রান্সলেট করতে পারবেন। তবে গুগল ট্রান্সলেট-এর অনুবাদের মান এখনও পুরোপুরি মানসম্মত হতে পারেনি। সূত্র : quora.com

/জেআর/