রহমতটোয়েন্টিফোর ডেস্ক 09 June, 2021 11:49 AM
ভারতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৩০ জন আহত হয়েছেন। জানা গেছে, ভারতের কানপুরে যাত্রীবাহী মিনিবাস ও অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ বাধলে এ হতাহতের ঘটনা ঘটে।
মঙ্গলবার (৮ জুন) রাতে উত্তরপ্রদেশের কানপুরের কাছে সাচেন্দিতে এ দুর্ঘটনা ঘটে।
কানপুরের আইজি মোহিত আগরওয়াল বলেন, ‘সাচেন্দির কাছে কিসাননগর এলাকাতে একটি টেম্পোর সঙ্গে মিনিবাসের সংঘর্ষ হয়। দ্রুতগতিতে আসা বাসটি ধাক্কা মারে টেম্পোতে। এর জেরে দুটি গাড়িই উল্টে যায়। বাসটি লখনৌ থেকে দিল্লি যাচ্ছিল এবং টেম্পোতে ছিলেন স্থানীয় কারখানার শ্রমিকরা।’
এ ঘটনায় ইতোমধ্যে শোক জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও প্রদেশটির (উত্তরপ্রদেশ) মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মোদি নিহতের পরিবারপিছু দুই লাখ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছেন। নিহতদের পরিবারকে সমবেদনা জানানোর পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি।
/জেআর/