| |
               

মূল পাতা সারাদেশ রাজধানী কয়েক শ ঘর পুড়ে থামল সাততলা বস্তির আগুন


কয়েক শ ঘর পুড়ে থামল সাততলা বস্তির আগুন


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     07 June, 2021     11:10 AM    


রাজধানীর মহাখালীর সাততলা বস্তির আগুন কয়েক শ ঘর পুড়ে নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় তিন ঘণ্টা সময় লেগেছে। প্রত্যক্ষদর্শীর কাছ থেকে জানা গেছে, আগুনে দুই শতাধিক ঘর পুড়ে গেছে। অগ্নিকাণ্ডে যাদের ঘর পুড়ে গেছে, তারা রাস্তায় এসে ভিড় করেছেন। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

সোমবার (০৭ জুন) ভোররাত ৪টা ৮ মিনিটে মহাখালীর সাততলা বস্তিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিন ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের কর্মকর্তা কামরুল হাসান জানান, আজ ভোররাত চারটার দিকে আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আযম মিয়া সকালে গণমাধ্যমকে বলেন, ভোররাত ৪টা ৮ মিনিটে মহাখালীর সাততলা বস্তিতে আগুন লাগার খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান।

রিকশাঅলা, দিনমজুর, নিম্নমধ্যবিত্ত মানুষের ঘর পুড়ে ছাই হয়ে গেছে। সরেজমিনে দেখা গেছে, শেষ সম্বলটুকু হারিয়ে অনেকে পথে বসে চোখের জলে বুক ভাসাচ্ছেন।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: ঢাকা ঢাকা বনানী