| |
               

মূল পাতা জাতীয় অর্থনীতি বাজেট ২০২১-২০২২: বাড়তে পারে যেসব পণ্যের দাম


বাজেট ২০২১-২০২২: বাড়তে পারে যেসব পণ্যের দাম


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     04 June, 2021     09:19 AM    


এবারের প্রস্তাবিত বাজেটে (২০২১-২০২২ অর্থবছর) কিছু পণ্যের শুল্ক-করহার বাড়ানো হয়েছে। কারণ, বাজেটে শুল্ক কর বাড়ানো বা কমানোর যে প্রস্তাব করা হয়, তা বাজেট ঘোষণার পরপরই কার্যকর হয়। ফলে দ্রুতই পণ্যগুলোর দাম বাড়তে শুরু করবে বলে ধারণা করা হচ্ছে।

বৃহস্পতিবার (৩ জুন) জাতীয় সংসদে ২০২১-২২ অর্থবছরের বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এ সময় তিনি নিম্নোক্ত পণ্যগুলোর শুল্ক-করহার বাড়ানোর প্রস্তাব দেন।

দাম বাড়বে এমন পণ্যের মধ্যে রয়েছে- মুঠোফোন, বিদেশি মাংস, মাশরুম, বিদেশি গাজর-টমেটো, শিল্প লবণ, বিদেশি সাবান, চুইং গাম, বিদেশি বিস্কুট, বিদেশি রড ও সমজাতীয় পণ্য ইত্যাদি।