মূল পাতা মুসলিম বিশ্ব অর্থ আত্মসাতের অভিযোগে কাতারের অর্থমন্ত্রী গ্রেফতার
রহমতটোয়েন্টিফোর ডেস্ক 06 May, 2021 09:24 PM
অর্থ আত্মসাৎ, স্বেচ্ছাচারিতা, দুর্নীতি ও নানা অনিয়মের অভিযোগে কাতারের অর্থমন্ত্রী আলী শরিফ আল-ইমাদীকে গ্রেফতার করা হয়েছে। জানা গেছে, ক্ষমতার অপব্যবহারসহ অন্যান্য অপরাধের দায়ে তাকে দেশটির সরকার গ্রেফতার করে বিচারের মুখোমুখি করার উদ্যোগ নিয়েছে। খবর রয়টার্সের।
বৃহস্পতিবার এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। কাতারের অর্থমন্ত্রীর বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, ক্ষমতার অপব্যবহার এবং পাবলিক সেক্টর সম্পর্কিত অপরাধের অভিযোগ নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠেছে। পরে অভিযোগ পর্যালোচনার পর তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে কাতার সরকার। এখন যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে কাতারের অর্থমন্ত্রীর বিরুদ্ধে বিচারকার্য পরিচালনা করা হবে।