| |
               

মূল পাতা আন্তর্জাতিক আমেরিকার উচিত পরমাণু সমঝোতায় ফেরার সুযোগ কাজে লাগানো : ইইউ


আমেরিকার উচিত পরমাণু সমঝোতায় ফেরার সুযোগ কাজে লাগানো : ইইউ


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     04 May, 2021     06:01 PM    


ইরানের সঙ্গে পরমাণু সমঝোতায় ফেরার সুযোগ কাজে লাগানো আমেরিকার উচিত বলে মন্তব্য করেছেন ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ’র পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেপ বোরেল।

সোমবার (৩ মে) রাতে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন জোসেপ বোরেল। তিনি এসময় আরও বলেন, ‘জেসেভেন গোষ্ঠীর বৈঠকের অবকাশে ইরান সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। কাজেই এই মুহূর্তে ইরানের পরমাণু সমঝোতায় ফিরে আসার জন্য আমেরিকার সামনে যে সুযোগ সৃষ্টি হয়েছে তা হাতছাড়া করা উচিত হবে না।’

বোরেল এ সময় অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় পশ্চিমা দেশগুলোর সঙ্গে ইরানের যে সংলাপ চলছে তার প্রতি ইঙ্গিত করে আমেরিকাকে সুযোগ কাজে লাগানোর তাগিদ দেন।

উল্লেখ্য, ২০১৫ সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতাকে আবার আগের অবস্থায় সক্রিয় করার জন্য অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় বর্তমানে ইউরোপীয় দেশগুলোর সঙ্গে ইরানের সংলাপ চলছে। সংলাপে আমেরিকা ছাড়া এ সমঝোতায় স্বাক্ষরকারী বাকি পাঁচ দেশ অংশগ্রহণ করছে।