মূল পাতা মুসলিম বিশ্ব নবীজিকে নিয়ে কটূক্তি করায় ইরানে দুই ব্যক্তির ফাঁসি
রহমতটোয়েন্টিফোর ডেস্ক 02 May, 2021 03:56 PM
সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব মহানবী হযরত মুহাম্মদ সা.-কে নিয়ে কটূক্তি করায় ইরানে দুই ব্যক্তিকে ফাঁসির দণ্ডাদেশ দিয়েছেন দেশটির একটি অপরাধ আদালত। খবর আরব নিউজ-এর।
হিউম্যান রাইটস নিউজ এজেন্সির বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, সার্কাজি প্রদেশের আরাক শহর থেকে আটক ওই দুজনের বিরুদ্ধে গত বৃহস্পতিবার আদালত ধর্মবিদ্বেষ বা ব্লাসফেমির অভিযোগ এনে ওই দণ্ডাদেশ দেন।
জানা গেছে, গত বছরের জুন মাসে আটক করা হয় তাদের। এরপর থেকে জেলহাজতেই আছেন তারা। এদের একজনের নাম ইউসুফ মেহেরদাদ। তিনি তিন সন্তানের জনক। অপরজনের নাম জানা যায়নি।
উল্লেখ্য, ২০২০ সালে ইরানে কমপক্ষে ২৪৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এ খবর জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। গত সপ্তাহে প্রকাশিত এক রিপোর্টে প্রতিষ্ঠানটি এ তথ্য প্রকাশ করে।