রহমতটোয়েন্টিফোর প্রতিবেদক 02 May, 2021 10:26 PM
অবশেষে এলেন ‘তিনি’। জেলায় জেলায় ‘বৃষ্টির নামাজ’। কায়মনোবাক্যে তীব্র দাবদাহ থেকে পরিত্রাণের আকুতি। কোনও কিছুতেই কিছু হচ্ছিল না। প্রতিদিন প্রচণ্ড খরতাপে নাভিশ্বাস উঠেছিল মানুষের। তার উপর রোজা।
এরপর রোববার (২ মে) ১০টা বাজার আগে আগে শীতল বাতাস বইয়ে দিয়ে ধুলোবালি উড়িয়ে রিমঝিম করে নামল বৃষ্টি। ফাঁকে ফাঁকে আকাশের গর্জন। নিমেষেই উড়ে গেল ভ্যাপসা গরমের ভাব।
তারাবিহ পড়ে ঘরে ফেরা মানুষের চোখেমুখে স্বস্তির ছাপ। কেউ আটকা পড়েছেন মসজিদের বারান্দায়। কেউ দোকানের সামনে। কারও মুখেই বিরক্তি নেই। যেন বা বহু প্রতীক্ষার বৃষ্টি এসে সবাইকে মুক্তিই দিলো দুঃসহ দমবন্ধ করা কাঠফাটা অনিশ্চিত গরম থেকে। তাই আজ বিরক্তি নেই, শুধুই কৃতজ্ঞতায় নতজানু চোখ। চারদিকে যেন প্রতীক্ষিত প্রাপ্তিতে আনন্দ আর চাপা উল্লাস।
এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত ১০টা ২৭ মিনিট) ঢাকার বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছিল।