রাঙামাটি প্রতিনিধি 01 May, 2021 08:08 PM
রাঙামাটি জেলার লংগদু উপজেলার কালাপাকুজ্যায় শনিবার সকালে বজ্রপাতে ১ জন নিহত হয়েছেন। এ সময় বজ্রপাতে স্থানীয় কৃষকের তিনটি গবাদি পশুরও মৃত্যু হয়েছে। নিহতের নাম মো. কাউসার(১৮)। তিনি একই এলাকার কোরবান আলীর ছেলে।
পুলিশ জানিয়েছে, শনিবার সকালে লংগদু উপজেলার কালাপাকুজ্যা ইউনিয়নের ৪নং ইসলামপুর এলাকায় মাঠে গরু নিয়ে যায় কাউসার। এ সময় হঠাৎ কালবৈশাখী ঝড়ের তান্ডব শুরু হয়। কিছু বুঝে ওঠার আগেই বজ্রপাতে ঘটনাস্থলেই সে প্রাণ হারায়।
এ সময় বজ্রপাতে এলাকার জামাল মিস্ত্রী, মো. সাবেদুল ও নুরুল ইসলাম’র একটি করে সর্বমোট তিনটি গরুও বজ্রপাতে মারা গেছে। কালাপাকুজ্যা ইউপি চেয়ারম্যান মোস্তফা মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কালবৈশাখী ঝড়ে এলাকায় বেশ কিছু গাছপালা, ফসল ও সোলার প্যানেল বিনষ্ট করে।
এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: চট্টগ্রাম রাঙ্গামাটি লংগদু