মূল পাতা শিক্ষাঙ্গন যাত্রাবাড়ী মাদরাসায় হাইয়াতুল উলইয়ার ‘বিশেষ বৈঠক’
রহমতটোয়েন্টিফোর ডেস্ক 25 April, 2021 02:11 PM
বিশেষ বৈঠকে বসেছে কওমি মাদরাসার সর্বোচ্চ শিক্ষা অথরিটি আল হাইয়াতুল উলইয়া কর্তৃপক্ষ। জানা গেছে, বেলা ১১টা থেকে এ বৈঠক শুরু হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করছেন হাইয়াতুল উলইয়ার চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসান।
রোববার (২৫ এপ্রিল) বৈঠকের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন হাইয়াতুল উলইয়ার সদস্য মাওলানা মুসলেহুদ্দীন গওহরপুরী।
সংশ্লিষ্টরা বলছেন, এটি হাইয়াতুল উলইয়ার নিয়মিত বৈঠক। এ ব্যাপারে হাইয়াতুল উলইয়ার অফিস সম্পাদক মাওলানা মুহা. অসিউর রহমান জানিয়েছেন, প্রতিষ্ঠানটির কো-চেয়ারম্যান মুফতি মুহাম্মদ ওয়াক্কাস রহ. এর ইন্তেকালের পর তাকে ছাড়া হাইয়াতুল উলইয়ার প্রথম বৈঠক এটি। বৈঠকে হাইয়াতুল উলইয়ার কো-চেয়ারম্যানের প্রতি বিশেষ শোক প্রকাশ, হাইয়াতুল উলইয়ার নিজস্ব এজেন্ডা, পরীক্ষার রেজাল্ট প্রকাশের তারিখ নির্ধারণ, কওমি মাদরাসা খোলা ও বর্তমান পরিস্থিতিতে কওমি মাদরাসায় চলমান নানা সংকট নিয়ে আলোচনা হবে।
তিনি আরও জানান, ‘করোনার ঊর্ধ্বগতিতে সর্বাত্মক লকডাউন পরিস্থিতিতে বেশ কয়েকটি বিষয় নিয়ে হাইয়াতুল উলইয়ার বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। বৈঠকের আলোচনায় হাইয়াতুল উলিয়ার নিজস্ব এজেন্ডাগুলোই প্রাধান্য পাবে। যার মাঝে অন্যতম হল হাইয়াতুল উলিয়ার কেন্দ্রীয় পরীক্ষার রেজাল্ট প্রকাশের তারিখ নির্ধারণ।’
বৈঠকে উপস্থিত রয়েছেন সদস্য মাওলানা মাহফুজুল হক, মাওলানা সাজিদুর রহমান, মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী, মাওলানা আব্দুর রহমান হাফেজ্জী, মুফতি রুহুল আমিন, মাওলানা মুসলেহুদ্দীন গওহরপুরী, মুফতি মোহাম্মদ আলী, মাওলানা ইয়াহইয়া মাহমুদ, মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া, মাওলানা নূরুল হুদা ফয়েজী, মুফতি জসিমুদ্দীন (হাটহাজারী), মাওলানা ছফিউল্লাহ, মাওলানা ওবায়দুর রহমান মাহবুব প্রমুখ।