রহমতটোয়েন্টিফোর ডেস্ক 19 April, 2021 01:54 AM
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ নেতারা। সরকারের কঠোর অবস্থান ও হামলা-মামলা-হয়রানির ব্যাপারে আলোচনা করতে তারা স্বরাষ্ট্রমন্ত্রীর ধানমণ্ডির বাসায় মিলিত হয়েছেন বলে জানা গেছে।
সোমবার (১৯ এপ্রিল) রাত ১০টার দিকে হেফাজতের অন্তত দশ জন শীর্ষ নেতা স্বরাষ্ট্রমন্ত্রীর ধানমন্ডির বাসায় গেছেন বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, হেফাজতের শীর্ষ নেতাদের মধ্যে বৈঠকে উপস্থিত ছিলেন দলটির নায়েবে আমীর মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী, হেফাজত মহাসচিব নূরুল ইসলাম জিহাদী, জামিয়া রাহমানিয়ার প্রিন্সিপাল মাওলানা মাহফুজুল হক, অধ্যক্ষ মিজানুর রহমান (দেওনার পীর), মাওলানা হাবিবুল্লাহ সিরাজী প্রমুখ।
এসময় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। তবে ঠিক কী বিষয়ে আলোচনা হয়েছে, এটি এখনও জানা যায়নি।
-জেড