 
            
            রহমতটোয়েন্টিফোর ডেস্ক 16 April, 2021 02:09 PM
করোনা পরিস্থিতির ক্রান্তিকালে এবার সীমিত পরিসরে ওমরাহর অনুমতি দিয়েছে সৌদি সরকার। এ সময় সৌদি আরবের বাইরে থেকে যাওয়া ওমরা পালনকারীদের নতুন করে পাঁচটি নিয়ম বাধ্যতামূলকভাবে পালন করতে হবে।
বৃহস্পতিবার (১৫ এপ্রিল) দেশটির হজ ও ওমরা বিষয়ক মন্ত্রণালয়ের টুইটার একাউন্টে প্রকাশিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।
যে নিয়মগুলো পালন করতে হবে, সেগুলো হলো :
ওমরার জন্য মক্কায় আসার পর বিদেশি নাগরিকদের প্রথমেই তিনদিন তাদের নির্ধারিত হোটেলে কোয়ারেন্টিনে থাকতে হবে। ওমরার ছয় ঘণ্টা আগে ওমরা পালনে ইচ্ছুক সকল বিদেশি নাগরিককে মক্কায় ইনাইয়া সেন্টারে (কেয়ার সেন্টার) উপস্থিত হতে হবে। সেখানে তাদের টিকার ব্যবস্থা নিশ্চিত করা হবে এবং তাদের হাতে যাবতীয় তথ্যযুক্ত ডিজিটাল রিস্টব্যান্ড পরিয়ে দেয়া হবে। সেখান থেকে তাদের আল-শুবাইকা অ্যাসেম্বলি সেন্টারে জড়ো করে যাবতীয় তথ্য ও ওমরার জন্য অনুমোদন সত্যায়ন করা হবে।
-জেড