মূল পাতা করোনাভাইরাস ‘মুভমেন্ট পাস’ লাগবে না যাদের
রহমতটোয়েন্টিফোর ডেস্ক 15 April, 2021 05:39 PM
গণপরিবহন ও অফিস-আদালতসহ প্রায় সবকিছুই এখন বন্ধ। এ অবস্থায় জরুরি প্রয়োজনে বাইরে যেতে হলে এখন ‘মুভমেন্ট পাস’ লাগে। এর জন্য ‘মুভমেন্ট পাস অ্যাপস’ নামে পুলিশ একটি অ্যাপ তৈরি করেছে। তাতে ঢুকে নির্দিষ্ট তথ্য দিয়ে মুভমেন্ট পাসের জন্য আবেদন করা যায়। আবেদন যৌক্তিক হলে পুলিশ পাস প্রদান করে।
কিন্তু বেশ কিছু জরুরি পেশার মানুষ আছেন, যাদের মুভমেন্ট পাস লাগবে না বলে জানিয়েছে পুলিশ। তারা নিজেদের অফিস আইডি কার্ড দেখিয়েই স্বাস্থ্যবিধি মানা সাপেক্ষে চলাচল করতে পারবেন।
বৃহস্পতিবার (১৫ এপ্রিল) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) সোহেল রানা।
আসুন, জেনে নিই, কাদের লাগবে না ‘মুভমেন্ট পাস’ :
১. চিকিৎসক
২. নার্স
৩. মেডিকেল স্টাফ
৪. কোভিড টিকা/চিকিৎসার সঙ্গে জড়িত ব্যক্তি/স্টাফ
৫. ব্যাংকার
৬. ব্যাংকের অন্যান্য স্টাফ
৭. সাংবাদিক
৮. গণমাধ্যমের ক্যামেরাম্যান
৯. টেলিফোন/ইন্টারনেট সেবাকর্মী
১০. বেসরকারি নিরাপত্তাকর্মী
১১. জরুরি সেবার সঙ্গে জড়িত কর্মকর্তা/কর্মচারী
১২. অফিসগামী সরকারি কর্মকর্তা
১৩. শিল্পকারখানা/গার্মেন্টস উৎপাদনে জড়িত কর্মী/কর্মকর্তা
১৪. আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য
১৫. ফায়ার সার্ভিস
১৬. ডাকসেবা
১৭. বিদ্যুৎ, পানি, গ্যাস ও জ্বালানির সঙ্গে জড়িত ব্যক্তি/কর্মকর্তা
১৮. বন্দর–সংশ্লিষ্ট ব্যক্তি/কর্মকর্তা