রহমতটোয়েন্টিফোর ডেস্ক 14 April, 2021 03:13 PM
মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন বাংলা একাডেমির সভাপতি শামসুজ্জামান খান। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার (১৪ এপ্রিল) দুপুর ২টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার মৃত্যৃর বিষয়টি নিশ্চিত করেছেন বাংলা একাডেমির জনসংযোগ কর্মকর্তা কবি পিয়াস মজিদ।
শামসুজ্জামান খান একাধারে ফোকলোরবিদ, সাহিত্যিক ও গবেষক। তিনি বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক। জন্মেছেন ১৯৪০ সালে, মানিকগঞ্জ জেলায়। রাষ্ট্রীয় সর্বোচ্চ স্বাধীনতা পদক এবং একুশে পদক পেয়েছেন। ১৯৯৭ থেকে ২০০১ সাল পর্যন্ত ছিলেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক। এছাড়াও বাংলাদেশ শিল্পকলা একাডেমি-এর মহাপরিচালক হিসেবেও কাজ করেছেন শামসুজ্জামান খান।
-জেড