| |
               

মূল পাতা ইসলাম এবার মক্কা ও মদিনায় তারাবি ১০ রাকাত


এবার মক্কা ও মদিনায় তারাবি ১০ রাকাত


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     13 April, 2021     11:33 AM    


ইতিকাফ ও ইফতার আয়োজনে নিষেধাজ্ঞার পর এবার রমজান মাসে তারাবির নামাজ ২০ রাকাতের পরিবর্তে ১০ রাকাত করার নির্দেশ দিয়েছেন সউদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ।  করোনাভাইরাসের সংক্রমণ আশঙ্কাজনক হারে বৃদ্ধির কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

সোমবার সউদি গেজেটের বরাত দিয়ে খালিজ টাইমসের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, এই দুই মসজিদের দায়িত্বে থাকা শেখ আবদুল রহমান আস সুদাইস এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘পবিত্র রমজান মাসে কভিড-১৯ সংক্রমণের ঝুঁকি থেকে মুসল্লিদের নিরাপদে রাখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।’

আস সুদাইস আরও বলেন, ‘এই দুই মসজিদের প্রধান তত্ত্বাবধায়ক বাদশাহ সালমান এবং ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান করোনার এই পরিস্থিতিতে ওমরাহপালনকারী ও নামাজ আদায় করতে আসাদের জন্য সবচেয়ে ভালো সেবা নিশ্চিতে সার্বক্ষণিক চেষ্টা করছেন। সব সময় খোঁজ খবর রাখছেন।’

প্রসঙ্গত, বাংলাদেশ, ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে নতুন করে করোনা সংক্রমণ অস্বাভাবিক হারে বাড়ছে। এ অবস্থায় হাসপাতালগুলোতে রোগী সংকুলান হচ্ছে না। প্রতিদিনই রেকর্ড সংখ্যক মানুষ করোনায় আক্রান্ত ও মৃত্যুবরণ করছেন।
-জেড