| |
               

মূল পাতা সাহিত্য চলে গেলেন ছড়াকার ও নজরুল গবেষক মহিউদ্দিন আকবর


চলে গেলেন ছড়াকার ও নজরুল গবেষক মহিউদ্দিন আকবর


রহমতটোয়েন্টিফোর প্রতিবেদক     07 April, 2021     12:20 PM    


বীর মুক্তিযোদ্ধা, ছড়াকার ও নজরুল গবেষক মহিউদ্দিন আকবর ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বুধবার (৭ এপিল) রাত ৩টায় জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে মহিউদ্দিন আকবরের পরিবার।

বাদ জোহর রাজধানীর বাসাবো ঝিলপাড় মসজিদে তার প্রথম জানাযা অনুষ্ঠিত হবে। এরপর দ্বিতীয় জানাযা হবে গ্রামের বাড়ি মানেহরে। দুটি জানাযা শেষে মানেহরের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

এর আগে, মৃত্যুর পূর্ব পর্যন্ত জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে লাইফ সাপোর্টে ছিলেন মহিউদ্দিন আকবর। গতকাল মঙ্গলবার চতুর্থ বারের মতো হার্ট অ্যাটাক করলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানেই রাত ৩টায় তার মৃত্যু হয়।

মহিউদ্দিন আকবর একাধারে ছড়াকার, গবেষক ও লেখক। তিনি মুক্তিযুদ্ধে সরাসরি অংশ নিয়েছিলেন। দেশের জন্য যুদ্ধ করে তার ভাই ও চাচা জীবন দিয়েছেন। এই বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। মহিউদ্দিন আকবর জন্মেছিলেন ১৯৫৬ সালের ২৪ মার্চ।
-জেড