| |
               

মূল পাতা করোনাভাইরাস এক সপ্তাহের কঠোর লকডাউন : প্রজ্ঞাপন জারি


এক সপ্তাহের কঠোর লকডাউন : প্রজ্ঞাপন জারি


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     04 April, 2021     02:44 PM    


মহামারি করোনাভাইরাস দেশে ভয়াবহ রূপ নেওয়ায় আগামী এক সপ্তাহের জন্য লকডাউনের ঘোষণা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

রোববার (৪ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, সোমবার (৫ এপ্রিল) ভোর ছয়টা থেকে থেকে আগামী রোববার (১১ এপ্রিল) রাত ১২ টা পর্যন্ত জরুরি সেবা ছাড়া সব বন্ধ থাকবে। জরুরি সেবার মধ্যে- পণ্যপরিবহন, জ্বালানি, ওষুধ, পচনশীল, ত্রাণবাহী পরিবহন, সংবাদপত্র, গার্মেন্টসসামগ্রী আওতাভুক্ত থাকবে।

এর আগে, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানান, এ সময় সব ধরনের গণপরিবহন বন্ধ থাকবে । তিনি আরও বলেন, ‘তবে পণ্যপরিবহন, জরুরিসেবা, জ্বালানি, ঔষধ, পচনশীল,‌ ত্রাণবাহী পরিবহন, সংবাদপত্র, গার্মেন্টস সামগ্রী এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।’
-জেড