মূল পাতা করোনাভাইরাস লকডাউনে বন্ধ থাকবে দোকানপাট-মার্কেট-শপিংমল
রহমতটোয়েন্টিফোর ডেস্ক 03 April, 2021 04:11 PM
দেশে ভয়াবহ আকার নিয়েছে মহামারি করোনাভাইরাস। এ প্রেক্ষিতে সরকার আগামী সোমবার থেকে সারাদেশ লকডাউন ঘোষণা করেছে। এ সময়ে সরকারি-বেসরকারি অফিস বন্ধ থাকবে। এ সময় দোকানপাট ও শপিংমলও বন্ধ থাকবে।
ঢাকা মহানগর দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. আরিফুর রহমান টিপু এ বিষয়ে গণমাধ্যমকে বলেন, ‘লকডাউনের বিষয়ে সরকার যে সিদ্ধান্ত নিয়েছে তা আমাদের মানতেই হবে। কারণ দেশের করোনা পরিস্থিতি এখন ভালো না। তাই আগামী ৫ থেকে ১২ এপ্রিল পর্যন্ত দোকানপাট ও শপিংমল বন্ধ থাকবে। তবে আমাদের দাবি এই লকডাউন এক সপ্তাহের বেশি যেন না বাড়ে।’
তিনি আরও বলেন, ‘এর আগে সরকারের নির্দেশনা অনুসারে স্বাস্থ্যবিধি মেনে আমরা শপিংমল ও দোকানের ব্যবসা পরিচালনা করেছি। নতুন করে যদি এর সঙ্গে কিছু যোগ করে তাও আমরা মানতে রাজি। তবে ঘোষিত লকডাউনের সময় যেন আর না বাড়ে। এ বিষয়ে বিভিন্ন মাধ্যমে আমরা সরকারের সংশ্লিষ্টদের জানাচ্ছি। কারণ এক সপ্তাহ পর সময় বাড়ালে অনেক ক্ষতির মুখে পড়তে হবে।’
প্রসঙ্গত, করোনা মহামারি বেড়ে যাওয়ার প্রেক্ষিতে গত বছরের ২৬ মার্চ থেকে সারাদেশ লকডাউন করা হয়েছিল। সে সময় লকডাউন কয়েক মাস দীর্ঘস্থায়ী হয়েছিল। পরবর্তীতে ধাপে ধাপে কলকারখানা ও যানবাহন চালু করে দেওয়া হয়।
-জেড