মূল পাতা মুসলিম বিশ্ব ফিলিস্তিনিদের পূর্ণাঙ্গ রাষ্ট্র দেওয়া হলেই কেবল ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হবে : সৌদি পররাষ্ট্রমন্ত্রী
রহমতটোয়েন্টিফোর ডেস্ক 03 April, 2021 12:10 PM
মুসলিম বিশ্বের সাধারণ জনমত উপেক্ষা করে বেশ কয়েকটি মুসলিম দেশ ইতোমধ্যে অবৈধ রাষ্ট্র ইহুদীবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চুক্তি করেছে। এবার কিছুটা সেরকম সুরই শোনা গেল সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদের কণ্ঠে। তবে তিনি সাফ জানিয়ে দিয়েছেন যদি ১৯৬৭-এর সীমান্ত অনুযায়ী ফিলিস্তিনিদের রাষ্ট্র দেওয়া হয়, তাহলেই কেবল সম্পর্ক স্বাভাবিক করা হবে।
গত ১ এপ্রিল সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে মন্ত্রী বলেন, ‘সৌদি আরব ও ইসরাইলের সম্পর্ক স্বাভাবিকের চুক্তি হলে তা এই অঞ্চলের জন্য অনেক উপকার বয়ে আনবে। ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা দীর্ঘদিন ধরে সৌদি আরবের লক্ষ্যের অংশ হিসেবে রয়েছে।’
এ সময় তিনি আরও বলেন,‘ইসরাইলের সঙ্গে এই অঞ্চলের সম্পর্ক স্বাভাবিক হলে তা সামগ্রিকভাবে এই অঞ্চলের ব্যাপক উপকার করবে।’ তিনি বলেন, ‘এটি অর্থনৈতিক, সামাজিক ও নিরাপত্তার দিক থেকে অত্যন্ত উপকারী হবে।’
তিনি বলেন, ‘এটি শুধু সম্ভব যদি ১৯৬৭-এর সীমান্ত অনুযায়ী ফিলিস্তিনিদের রাষ্ট্র দেওয়া হয়।’ সৌদি আরবের পক্ষ থেকে এর আগেও এ ধরনের মন্তব্য এসেছে। গত বছর ডিসেম্বরে সৌদি প্রিন্স ফয়সাল বলেন, ‘যা আমাদের করা দরকার তা হলো একটি শান্তি চুক্তি যার মাধ্যমে মর্যাদার সঙ্গে একটি ফিলিস্তিনি রাষ্ট্র হস্তান্তর করা হবে এবং একটি কার্যকর সার্বভৌমত্ব, যা ফিলিস্তিনিরা গ্রহণ করবে।’
-জেড