| |
               

মূল পাতা জাতীয় অর্থনীতি বুধবার থেকে গণপরিবহনে অর্ধেক যাত্রী, ৬০ শতাংশ বাড়তি ভাড়া


বুধবার থেকে গণপরিবহনে অর্ধেক যাত্রী, ৬০ শতাংশ বাড়তি ভাড়া


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     30 March, 2021     02:16 PM    


বুধবার (৩১ মার্চ) থেকে গণপরিবহনে অর্ধেক যাত্রী বহন করতে হবে। এ সময় এক সিট ফাঁকা রেখে ৬০ শতাংশ বাড়তি ভাড়া দিয়ে ভ্রমণ করতে হবে।

দেশে করোনা ভাইরাস মহামারির দ্বিতীয় ঢেউ ও সংক্রমণ বেড়ে যাওয়ায় এ ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী দুই সপ্তাহ পর্যন্ত এ আদেশ বহাল থাকবে বলে জানিয়েছেন ওবায়দুল কাদের।

মঙ্গলবার (৩০ মার্চ) সকালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী তার সরকারি বাসভবনে ব্রিফিংকালে এ সিদ্ধান্তের কথা জানান। এসময় তিনি আরও জানান, পরিস্থিতি স্বাভাবিক হলে ভাড়া পূর্বের অবস্থায় ফিরে আসবে।

স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক আসন খালি রেখে এবং শতভাগ মাস্ক পরিধান ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার বাধ্যতামূলক করার নির্দেশ দিয়ে ওবায়দুল কাদের গণপরিবহনের মালিক-শ্রমিকদের এ বিষয়ে কঠোর হবার নির্দেশনা দেন।
-জেড