রহমতটোয়েন্টিফোর ডেস্ক 20 March, 2021 09:13 AM
'কাশ্মির সমস্যা সমাধানে ভারতকে উপযুক্ত পরিবেশ সৃষ্টি করতে হবে বলে সতর্ক করে দিয়েছেন পাকিস্তান সেনাবাহিনী প্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়াহ। তিনি বলেন, কাশ্মির সমস্যা সমাধানে উপযুক্ত পরিবেশ ভারতকে সৃষ্টি করতে হবে। খবর দ্যা নিউজ ইন্টারন্যাশনাল-এর।
বৃহস্পতিবার (১৮ মার্চ) পাকিস্তানের জাতীয় নিরাপত্তা বিভাগের আয়োজনে 'ইসলামাবাদ সিকিউরিটি ডায়ালগ'-এর সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, পারস্পরিক সম্মান বজায় রেখে শান্তিপূর্ণ উপায়ে আলোচনার মাধ্যমে পাকিস্তান তার প্রতিবেশীদের সাথে বিদ্যমান সকল সমস্যার সমাধানে তৈরি হয়েছিল। কোনো চাপের কাছে নতি স্বীকার করে নয় বরং যৌক্তিকতার ভিত্তিতে এই শান্তি বজায়ের এই সিদ্ধান্ত নেয়া হয়েছিল।
তিনি আরো বলেন, কাশ্মির সমস্যা হলো দুই পরমাণু শক্তিধর দেশের মূল সমস্যা। এটি বোঝা গুরত্বপূর্ণ যে শান্তিপূর্ণ উপায়ে কাশ্মির সমস্যার সমাধান না হলে রাজনীতি প্রভাবিত যুদ্ধ উন্মাদনার কারণে উপমহাদেশে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সৃষ্টির প্রক্রিয়ায় বাধা থেকেই যাবে।
-জেড