| |
               

মূল পাতা মুসলিম বিশ্ব আমাদের শহরগুলোতে হামলা হলে ইহুদীদের শহরগুলোতে হামলা চালাব : ইসরাইলকে নাসরুল্লাহ


আমাদের শহরগুলোতে হামলা হলে ইহুদীদের শহরগুলোতে হামলা চালাব : ইসরাইলকে নাসরুল্লাহ


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     17 February, 2021     01:34 PM    


‘যদি তোমরা আমাদের শহরগুলোতে হামলা করো, তাহলে আমরা তোমাদের শহরগুলোতে হামলা চালাব’ বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন লেবাননের হিজবুল্লাহ প্রধান সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ। তিনি বলেন, ‘যেকোনো সংঘাতে আমরা কঠোর জবাব দেব। যদি তোমরা আমাদের শহরগুলোতে হামলা করো তাহলে আমরা তোমাদের শহরগুলোতে হামলা চালাব আর তোমরা যদি আমাদের গ্রামগুলোতে হামলা চালাও তাহলে তোমাদের অবৈধ ইহুদি বসতিগুলো আমাদের হামলা থেকে রক্ষা পাবে না।’

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) রাতে ইমাদ মুগনিয়াসহ হিজবুল্লাহর কয়েকজন শীর্ষস্থানীয় কমান্ডারের শাহাদাতবার্ষিকী উপলক্ষে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন সাইয়্যেদ নাসরুল্লাহ। খবর পার্স টুডের।

তিনি বলেন, ‘লেবাননে যেকোনো ইসরাইলি আগ্রাসনের কঠোর জবাব দেবে প্রতিরোধ আন্দোলন।’

তিনি আরো বলেন, ‘আবার যুদ্ধ শুরু হলে ইসরাইলকে এমন পরিণতি দেখতে হবে যা সে ১৯৪৮ সালের পর আর কখনও দেখেনি। কাজেই আগুন নিয়ে খেলা বন্ধ করো। আমরা প্রতিরোধ করতে এবং শহীদ হয়ে যেতে প্রস্তুত রয়েছি।’

সাইয়্যেদ নাসরুল্লাহ তার ভাষণে বলেন, ‘হিযবুল্লাহ সামরিক সংঘাত চায় না তবে তাকে সংঘাতে যেতে বাধ্য করলে অতীতের যেকোনো সময়ের তুলনায় শক্তিশালী আঘাত হানতে প্রস্তুত রয়েছে।’ তিনি বলেন, ‘ইসরাইল কখনও আন্তর্জাতিক আইন মেনে চলেনি, সবগুলো যুদ্ধে সে বেসামরিক নাগরিকদের হত্যা করেছে।’
-জেড